 ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবিস্মরণীয় বিজয় অর্জন করেছে। মোদিঝড়ে খড়-কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। মোদির নেতৃত্বের ক্যারিশমায় পনেরো বছর পর দিল্লির মসনদ ফিরে পেল বিজেপি। এবার জোটসঙ্গীদের ওপর ভরসা করে নয়, ২৮৪টি আসনে জয়লাভ করে একক গরিষ্ঠতা নিয়েই দিল্লি দখল করল দলটি। ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ৩৩৯টি আসন। অন্য দিকে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পেয়েছে ৫৮টি আসন। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। সাতটি রাজ্যে কংগ্রেস কোনো আসনই পায়নি। এ ছাড়া কোনো রাজ্যেই কংগ্রেস আসন লাভের ক্ষেত্রে দুই অঙ্কে পৌঁছতে পারেনি। এই দুই জোটের বাইরের দলগুলো পেয়েছে ১৪৬টি আসন। ৩৭টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে এবং ৩৪ আসন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আলোচিত দল আম আদমি পার্টি পেয়েছে ৪টি আসন। তবে কেজরিওয়াল পরাজিত হয়েছেন। নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করে নিয়ে বিজেপি ও মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। মনমোহন সিং আজ তার বিদায়ী ভাষণ দেবেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নির্বাচনে বিজয়ী দলকে আজ সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। খবর পিটিআই, টিএনএন, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য সূত্রের।
ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবিস্মরণীয় বিজয় অর্জন করেছে। মোদিঝড়ে খড়-কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। মোদির নেতৃত্বের ক্যারিশমায় পনেরো বছর পর দিল্লির মসনদ ফিরে পেল বিজেপি। এবার জোটসঙ্গীদের ওপর ভরসা করে নয়, ২৮৪টি আসনে জয়লাভ করে একক গরিষ্ঠতা নিয়েই দিল্লি দখল করল দলটি। ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ৩৩৯টি আসন। অন্য দিকে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পেয়েছে ৫৮টি আসন। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। সাতটি রাজ্যে কংগ্রেস কোনো আসনই পায়নি। এ ছাড়া কোনো রাজ্যেই কংগ্রেস আসন লাভের ক্ষেত্রে দুই অঙ্কে পৌঁছতে পারেনি। এই দুই জোটের বাইরের দলগুলো পেয়েছে ১৪৬টি আসন। ৩৭টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে এবং ৩৪ আসন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আলোচিত দল আম আদমি পার্টি পেয়েছে ৪টি আসন। তবে কেজরিওয়াল পরাজিত হয়েছেন। নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করে নিয়ে বিজেপি ও মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। মনমোহন সিং আজ তার বিদায়ী ভাষণ দেবেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নির্বাচনে বিজয়ী দলকে আজ সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। খবর পিটিআই, টিএনএন, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য সূত্রের। ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবিস্মরণীয় বিজয় অর্জন করেছে। মোদিঝড়ে খড়-কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। মোদির নেতৃত্বের ক্যারিশমায় পনেরো বছর পর দিল্লির মসনদ ফিরে পেল বিজেপি। এবার জোটসঙ্গীদের ওপর ভরসা করে নয়, ২৮৪টি আসনে জয়লাভ করে একক গরিষ্ঠতা নিয়েই দিল্লি দখল করল দলটি। ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ৩৩৯টি আসন। অন্য দিকে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পেয়েছে ৫৮টি আসন। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। সাতটি রাজ্যে কংগ্রেস কোনো আসনই পায়নি। এ ছাড়া কোনো রাজ্যেই কংগ্রেস আসন লাভের ক্ষেত্রে দুই অঙ্কে পৌঁছতে পারেনি। এই দুই জোটের বাইরের দলগুলো পেয়েছে ১৪৬টি আসন। ৩৭টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে এবং ৩৪ আসন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আলোচিত দল আম আদমি পার্টি পেয়েছে ৪টি আসন। তবে কেজরিওয়াল পরাজিত হয়েছেন। নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করে নিয়ে বিজেপি ও মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। মনমোহন সিং আজ তার বিদায়ী ভাষণ দেবেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নির্বাচনে বিজয়ী দলকে আজ সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। খবর পিটিআই, টিএনএন, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য সূত্রের।
ষোড়শ লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবিস্মরণীয় বিজয় অর্জন করেছে। মোদিঝড়ে খড়-কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। মোদির নেতৃত্বের ক্যারিশমায় পনেরো বছর পর দিল্লির মসনদ ফিরে পেল বিজেপি। এবার জোটসঙ্গীদের ওপর ভরসা করে নয়, ২৮৪টি আসনে জয়লাভ করে একক গরিষ্ঠতা নিয়েই দিল্লি দখল করল দলটি। ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ৩৩৯টি আসন। অন্য দিকে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পেয়েছে ৫৮টি আসন। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন। সাতটি রাজ্যে কংগ্রেস কোনো আসনই পায়নি। এ ছাড়া কোনো রাজ্যেই কংগ্রেস আসন লাভের ক্ষেত্রে দুই অঙ্কে পৌঁছতে পারেনি। এই দুই জোটের বাইরের দলগুলো পেয়েছে ১৪৬টি আসন। ৩৭টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে এবং ৩৪ আসন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আলোচিত দল আম আদমি পার্টি পেয়েছে ৪টি আসন। তবে কেজরিওয়াল পরাজিত হয়েছেন। নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করে নিয়ে বিজেপি ও মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী। বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংও মোদিকে অভিনন্দন জানিয়েছেন। মনমোহন সিং আজ তার বিদায়ী ভাষণ দেবেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নির্বাচনে বিজয়ী দলকে আজ সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। খবর পিটিআই, টিএনএন, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য সূত্রের। 
			