 শৈলকুপায় নসিমন উল্টে রোকন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে নসিমনের আরও তিন যাত্রী।
শৈলকুপায় নসিমন উল্টে রোকন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে নসিমনের আরও তিন যাত্রী।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন হরিনাকুণ্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের সাইদুলের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলামেইলকে জানান, রোকন ও রনিসহ আরও কয়েকজন নসিমন নিয়ে ভাটই থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুধসর ইউনিয়নের চাঁদপুর নামক স্থানে পৌঁছলে নসিমন উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোকন মারা যান। এ সময় ওই নসিমনে থাকা রনিসহ আরও তিন জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রোকনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
 
			