এই বছরের ফারহা খানের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ ব্যবসার দিক থেকে বেশ ভাল রকমের সাড়া ফেললেও ছবিটির বিষয়-বস্তু খুব একটা আহামরি প্রভাব ফেলতে পারল না। ছবিটির শুটিং হয়েছে দুবাইয়ের কিছু জায়গায়, তাই দৃশ্যপট কিছুটা হলেও মন কেড়েছে। নানা ধরণের অ্যাকশন, গান, নাচ হালকা এন্টারটেনমেন্টের জন্য যথেষ্ট। তারপর আবার বলিউডের হিট জুটি শহরুখ-দীপিকা অভিনয় করেছেন এই ছবিতে৷ সব মিলিয়ে ছবিটিতে একরকমের জমজমাট।
তবে আগাগোড়া ছবিটিতে তেমন মজার কিছু বিষয় পাওয়া গেল না। সুতরাং প্রাণ খোলা হাসির কথা ভেবে হলে গেলে হতাশ হতে হবে দর্শকদের। বিভিন্ন ধরণের গান, নাচ দিয়ে বিনোদনের ভান্ডার পূরণ করা হলেও এতে কিছু অযৌক্তিক নাটক রয়েছে, যেগুলোর কোনও মানে নেই।
তবে ছবিটিতে বলিউডের তারকারা যে বেশ যত্ন নিয়ে কাজ করেছেন, তা বলতেই হবে। কিং খান তাঁর শরীরকে নতুন করে গড়ে তুলে রীতিমত চোখ ধাঁধিয়েছে তার ফ্যানেদের। দীপিকা স্বভাবতই তাঁর অভিনয়ে খোলামেলা ও অকপট। মজার অভিনয়ে দর্শককে একাই জমিয়ে দিয়েছেন বোমান ইরানী।
Next Post
Comments