সাইক্লিং-এর প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি সেন্টারে শত শত নগ্ন বাইকার দলে দলে যোগ দেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় নগ্ন বাইকারদের দল শহর জুড়ে সাইক্লিং-এর জন্য অল সেইন্ট পার্ক থেকে অক্সফোর্ড রোডে গিয়ে হাজির হয়। এই দৃশ্য দেখে পথচারীরা থেমে হাঁ করে তাকিয়ে থাকেন। ফিরে যাওয়ার আগে সেসব নগ্ন পুরুষ ও মহিলা বাইকাররা সিটি সেন্টারের চারপাশ প্রদক্ষিণ করেন। এদের অনেকের শরীরের পেছনের দিকে বিভিন্ন পরিবেশবাদী স্লোগান লেখা ছিল। মূলত এই উদ্ভট ইভেন্টটি ছিল নবম ‘বিশ্ব নগ্ন বাইক চালনা দিবস’ উদযাপনের অংশ। ইভেন্টের সংগঠক সিন ফিট্টন বলেন, এ বছর এই উৎসবে ২০০ জনেরও বেশি বাইকার অংশ নিয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ! তবে আমরা ততটা প্রচারণা চালাই নি। নয়তো প্রচুর নেতিবাচক সমালোচনা সৃষ্টি হতো। তিনি আরও বলেন, ইভেন্টটির উদ্দেশ্য শুধুমাত্র উদযাপনই নয়, বরং সকলের কাছে একটি সিরিয়াস বার্তা পৌঁছানো। ম্যানচেস্টারে বিশাল ক্রমবর্ধমান সাইক্লিং কম্যুনিটি বিদ্যমান। প্রতি মাসের শেষ শুক্রবার একটি গণঅংশগ্রহণমূলক সাইক্লিং রাস্তাগুলো পরিপূর্ণ করে দেয়। আমরা চাই, মানুষ সাইকেল চালাক। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, মানুষকে দেখানো যে, সাইক্লিং বেশ মজার এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের বেশ ভালো উপায়। আমরা বলছি না যে, গাড়ি থাকার প্রয়োজন নেই। আমরা বলছি সাইক্লিং উপভোগ করুন। তিনি আরও বলেন, ম্যানচেস্টারের খুব কম সাইক্লিস্ট ইভেন্টটি অপছন্দ করেছে। আমাদের মধ্যে একজন ছাড়া সবাই এটা নিয়ে বেশ মজা করেছে। এদিকে ম্যানচেস্টার সিটি সেন্টার পুলিশ পরিদর্শক ফিল সপুরজিওন বলেছিলেন, এই নগ্ন বাইকারদের ইভেন্টটি তাদের নজরে রাখবেন। তবে তিনি এও বলেন, গত বছরের ইভেন্টটি তেমন কোন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি। কেউই এটি নিয়ে কোন অভিযোগও করেনি।
Prev Post
Comments