ঢাকা: সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংবাদপত্রকর্মী (চাকরির শর্তাবলী) আইনের খসড়াও প্রস্তুত করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য দেন।
পত্রিকার ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা দেওয়া সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেশ কিছু সংবাদপত্র চাকরি থেকে সংবাদকর্মীদের ইচ্ছেমতো অব্যাহতি দেয়। এমনকি ঈদের সময়েও। এ বিষয়টি নিয়ে কোনো আইন করা হবে কি-না জানতে চাইলে তথ্যমন্ত্রী আইনের বিষয়টি তুলে ধরেন। তথ্যমন্ত্রী জানান, চাকরির শর্তাবলী নিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তায় আইনটি করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে গণমাধ্যমের জন্য অন্য আইনগুলোও হালনাগাদ করা হবে।
Prev Post
Comments