সপ্তাহে ৭৭৬৩৯ বার ফোনকল, ১৯৩৭ টি ইমেইল, ৪১২২৯ টি মেসেজ, ২১৭ টি ভয়েস মেসেজ, ৬৪৭ টি চিঠি! ভালবাসার টানে এমনই এক কান্ড ঘটালেন মেক্সিকান এক নারী।
২৮ বছর বয়সী এই যুবতীর নাম লিন্ডা মারফি। মানব ইতিহাসে এ ঘটনা রেকর্ড করলেও শেষ পর্যন্ত সাবেক প্রেমিকের করা মামলায় গ্রেফতার করা হয় ভালবাসায় সিক্ত ওই নারীকে।
উইলিয়াম রাইয়ান্সের সাথে তার ভালবাসার সম্পর্ক ছিল মাত্র ৩ সপ্তাহ। আর তাতেই কুপোকাত। রাইয়ান্স এক পর্যায়ে তার সাথে সম্পর্ক ভেঙে দেন। তারপর থেকেই চলতে থাকে কল এর পর কল। ৩ টি ফোন থেকে একসাথে রাইয়ান্সকে কল দিতেন মারফি। প্রচুর এনার্জি ড্রিঙ্কস আর এম্ফেটেমাইন পান করতেন এই প্রেমিকা ২৪ ঘন্টা সজাগ থাকার জন্য। আর ২৪ ঘন্টা জুড়েই যোগাযোগের চেষ্টা করতেন তার সাবেক প্রেমিকের সাথে।
মারফির মানসিক রোগের ইতিহাস আছে। তা থেকেই হয়ত তার পাগলামি। উইলিয়াম এর একটা সপ্তাহ এক রকম নরকের মধ্যেই কাটছিল। তবে মারফিকে মানসিক চিকিৎসার কথাই বলছেন বেশির ভাগ মানুষ। তবে যাই হোক সত্যিই বিরল কিন্তু এ ধরণের প্রেমের দৃষ্টান্ত!