নিত্যনতুন চমকের কারিগর অনন্ত এইবার নতুন চমক দিলেন। ‘চিপস’র বিজ্ঞাপনের মাধ্যমে তার পরবর্তী ছবি ‘মোস্টওয়েলকাম-২’ এর প্রচারণা করলেন।
রেড ডট মাল্টিমিডিয়ার ব্যানারে গাজী শুভ্র’র পরিচালনায় ‘ইফাদ ওয়েভি চিপস’র একটি ত্রিশ সেকেন্ডের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন অনন্ত ও বর্ষা। তাদের সাথে ছিলেন মিশা সওদাগর, দিতি, শিশুশিল্পী পূজা প্রমুখ।
বিজ্ঞাপনের শুরুতে দেখা যায় দর্শক হলে ঢুকছেন ‘মোস্টোওয়েলকাম-২’ দেখতে। অনন্ত সন্ত্রাসীদের সাথে মারামারি করছেন। এমন সময় বর্ষা ‘নাআআআআআ……’ বলে চিৎকার দিয়ে উঠেন। সবাই হলের দর্শকের দিকে তাকিয়ে দেখেন তারা ইফাদ ওয়েভি চিপস নিয়ে কাড়াকাড়ি করছেন। তখন মিশা সওদাগর বলেন, এইটা আবার কিসের লড়াই? অনন্তসহ সবাই মিলে চিপসের স্বাদ নিতে থাকেন আর ব্যাকগ্রাউন্ডে বলা হয়, ‘এই লড়াই স্বাদের লড়াই’।
উল্লেখ্য বিজ্ঞাপনটি গত মাসে ‘মোস্টোওয়েলকাম-২’র সেটে শুটিং করা হয়েছিল।
যদিও হলিউড ও বলিউডে পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে ছবির প্রচারনা নতুন কিছু না। তারপরও চিপসের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের দেশে ছবির প্রচারণা এই প্রথম। তাই সবাই অনন্তের এই কৌশলের প্রশংসা করেছেন।
বিজ্ঞাপনটি ইতিমধ্যে দেশের সবকটি টিভি চ্যানেলে প্রাচারিত হচ্ছে।