অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ থাকাকালীন সময়ে দলের জন্য নানা শিক্ষা চালু করেছিলেন জন বুকানন। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যৌনপল্লীতে নিয়ে গিয়েছিলেন বুকানন।
অস্ট্রেলীয় প্রচারমাধ্যমকে বুকানন বলেছেন, ভারত সফরের সময় কলকাতায় এসে ক্রিকেটারদের তিনি যৌনপল্লিতে নিয়ে গিয়েছিলেন। এ বিষয়ে বুকানন বলেন, আমি কাউকে শুধু ক্রিকেটার হিসাবে কোচিং করাই না। পুরো মানুষটাকেই কোচিং করাই। আসলে আমার লক্ষ্য থাকে একজনের দৃষ্টিকোণটা প্রসারিত করা। এমন জায়গায় নিয়ে যেতে, যেখানে তারা কোনও দিন যায়নি। ড্রেসিংরুমের বাইরের জীবনের অভিজ্ঞতাও ওদের হোক, এটাই চাই আমি।