প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এসব প্রতিযোগিতার কোনো কোনোটি নিয়ে সারা বিশ্বে হই চই পড়ে গেলেও কোনোটি আবার শেষ হয় প্রায় নীরবেই। এসব প্রতিযোগিতার বিষয়ও আবার খুব একটা স্বাভাবিক হয় না। উদাহরণস্বরূপ আন্তর্জাতিক নারী দিবসে চীনে অনুষ্ঠিত একটি দৌড় প্রতিযোগিতার কথা বলা যেতে পারে। এ দৌড় প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে পুরুষের উঁচু হিল পায়ে দৌড়াতে হয়।
পৃথিবীর বেশ কিছু স্থানে নিষিদ্ধ ঘোষিত হলেও এখনো কোথাও কোথাও প্রচলিত আছে বামনাকৃতির মানুষকে ছুড়ে মারার প্রতিযোগিতা। কোনো বামনকে দুই হাতে তুলে যে সবচেয়ে বেশি দূরে ছুড়ে মারতে পারে ওই প্রতিযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপানের মতো উন্নত দেশগুলোতে বেশ আগেই গড়ে উঠেছে সুপার মার্কেট। সারা দেশের সুপার মার্কেটগুলোতে যত লোক কাজ করে তার মধ্যে সবচেয়ে দক্ষ কে? এই দক্ষ কর্মচারীটিকে খুঁজে বের করতে জাপানে অনুষ্ঠিত হয় রীতিমতো এক প্রতিযোগিতা।গ্রাহক সেবা, পেশাগত দক্ষতা, ক্রেতার সঙ্গে হাসিমুখে কথা বলা ইত্যাদি বিষয় বিবেচনা করে একজন কর্মচারী কতটা দক্ষ তা নির্ধারিত হয় এ প্রতিযোগিতার মাধ্যমে।ক্যালিফোর্নিয়ায় প্রতিবছর কুকুরের নিয়ে অনুষ্ঠিত হয় মজার এক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হয় সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। বিজয়ী কুকুরটিকে এক হাজার ডলার পুরস্কারও দেয়া হয়। লম্বা গোঁফ ও বাহারি দাড়ি নিয়েও প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় বিশ্ব দাড়ি-গোঁফ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকেরই থাকে অদ্ভুত আকারের দাড়ি বা গোঁফ।