[ads1]‘হাল্ক’ ছবিটি অনেকেই দেখেছেন৷বাস্তবেও এরকম হাল্কদের দেখা পাওয়া যায়৷ যেমন আইসল্যান্ডের সবচেয়ে শক্তিশালী মানুষ হাইফর জুলিয়াস বিয়র্নসন৷‘এইচবিও’ সিরিজ ‘গেম অফ থ্রোনসে’ অভিনয় করার সুবাদে ‘দ্য মাউন্টেন’ বলেই পরিচিত তিনি৷১৭৯ কেজির হাইফরকে দেখলে যতটা না দানবীয় দেখায় তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর লাগে সাজাদ ঘারিবিকে৷[ads2]
[ads1]কে এই সাজাদ? এমনটাই প্রশ্ন জাগতে পারে৷বছর চব্বিশের পাওয়ার লিফ্টার সাজাদের ব্যাপের খুব বেশি তথ্য পাওয়া যায়নি৷তবে তার ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই তিনি হয়ে গেছেন ইন্টারনেট সেনসেশন৷১৭৫ কেজি ওজন এই মধ্য প্রাচ্যের যুবকের৷‘পার্সিয়ান হারকিউলি’ বা ‘ইরানিয়ান হাল্ক’ বলেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি৷সাজাদের পরবর্তী অ্যাকশন দেখার জন্য এখন অনেকেই মুখিয়ে আছেন৷আপনিও ছবি দেখুন সাজাদের৷মাথা ঘুরে যেতে বাধ্য৷ [ads2]
[ads1]