১০৩ বছর আগে টাইটানিক জাহাজের যাত্রীদের খেতে দেওয়া হয়েছিল বিস্কুটটি। স্পিলার্স অ্যান্ড বেকার্সের পাইলট ব্র্যান্ডের সেই বিস্কুটকে এক শতকেরও বেশি সময় ধরে কেউ কামড়ও বসাননি। কোডাক ফিল্মের খামে মোড়া ওই বিস্কুটটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিলামে উঠানো হল।
বুধবার ইংল্যাল্ডে অনুষ্ঠেয় ওই নিলামে বিস্কুটটি বিক্রি হয় ২৩ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৮ লাখ ৪০ হাজার টাকা)।
টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, বিস্কুটটি যে যাত্রীকে দেওয়া হয়েছিল তার নাম জেমস ফেনউইক। টাইটানিক যখন ডুবছে, তিনি কোনও রকমে উঠতে পেরেছিলেন কার্পেথিয়া নামক জাহাজে। জীবন-মুত্যুর সন্ধিক্ষণেও তিনি বিস্কুটটি খাননি, ফেলেও দেননি।