মোবাইল ক্যামেরায় ধরা পড়লো দুই পরী। ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে দুই পরী তাদের ডানা মেলে একটি বাড়ির ছাদে নামছে। সেই ডানা আবার গুটিয়ে নেয় এক পরী। পরক্ষণেই কি যেন দেখে আকাশে উড়াল দেয় তারা। তাদের গায়ে কোনো কাপড় ছিল না।
তবে কোথায় থেকে এবং কে এ ভিডিওটি ধারণ করেছে তা জানা যায়নি। এমনকি এ ভিডিও নিয়ে অনেকেই বিভিন্ন প্রশ্ন তুলেছেন। যাই হোক সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ঝড় তুলেছে। ইতোমধ্যে যা দেখে ফেলে কয়েক লাক লোক। এবার আপনিও দেখে নিন সেই ভিডিওটি।