পেশাদার রেসলার হিসেবে দুনিয়ায় তার বড় নাম। শক্তির সর্বোচ্চ পর্যায়ে দুরন্ত খেলে জনপ্রিয় এই রেসলিং তারকা দেশের নাম উজ্জল করেছেন। দিলীপ সিং রানা ওরফে দ্য গ্রেট খালি এবার এক সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন করেছে। বিজ্ঞাপনটিতে খালির জীবনের দুঃখ আর দেওয়াল ভাঙা নিয়ে যে ঘটনা ফুটে উঠেছে তা এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল।
বিজ্ঞাপনে দেখা যায়, ৭ ফুট ১ইঞ্চির খালি তার শক্তি এবং ক্ষমতা নিয়ে খুবই চিন্তিত। এর কারণ হচ্ছে সে দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে ওমনি দেয়াল ভেঙ্গে যাচ্ছে। এমনকি দেয়াল ফুটো হয়ে নিচেও চলে যাচ্ছে। এ অবস্থা নিয়ে খুব বিপাকে খালি। অবশেষে আম্বুজা সিমেন্ট দিয়ে বাড়ী বানানোর পর সব সমস্যা সমাধান।