ঢাকা: নিজের স্তন প্রতিস্থাপনের জন্য তহবিল সংগ্রহে নেমেছেন এক কুইবেক পর্নো তারকা। এজন্য তিনি এক সেক্স ইভেন্টের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় একটি ক্লাবে ওই ইভেন্ট অনুষ্ঠিত হবে। ওই রাতে তিনি এক নাগাড়ে ২৫ জন পুরুষকে সঙ্গ দেবেন।
স্থানীয় পত্রিকায় এ ইভেন্টকে ‘সেক্স ম্যারাথন’ হিসেবে লেখা হয়েছে।
জানা গেছে, এ ইভেন্টের পেছনে রয়েছে একটি পর্নোগ্রাফি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান পুরো ইভেন্টটি রেকর্ড করবে এবং তা বিক্রি করেও তহবিল সংগ্রহ করবে।
২২ বছর বয়সী ওই পর্নো তারকার স্তনে কোনো সমস্যা না থাকলেও তিনি সৌন্দর্য বাড়াতেই স্তন প্রতিস্থাপন করছেন।
তবে এ ইভেন্টের কথা শুনে ক্ষেপেছেন শহরের মেয়র। তিনি এ ধরনের কোনো ইভেন্ট করতে দেবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জানা গেছে, এ ইভেন্টে যারা অংশ নেবেন তাদের ১৫ ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে ভিডিও বিক্রির টাকা থেকে তারা কোনো অর্থ পাবেন না। তাদের শুধু মুখোশ ও কনডম ফ্রি দেয়া হবে।
এ ইভেন্ট সম্পর্কে ওই পর্নো তারকা বলেছেন, আমার মা আমার জন্য গর্বিত। আমার এ কাজে তিনি বাধা দেবেন না। আমি ভালোবেসে যা করি তাতেই আমার মা খুশি থাকেন।