[ads1]সন্ন্যাসীরা ধ্যান করবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে ফুটন্ত তেলভর্তি পাত্রের উপর বসে ধ্যান! এটা আসলেই অবাক হওয়ার মত। বিষয়টি আশ্চর্যজনক হলেও এইরকমই একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, টগবগ করে ফুটছে তেল। আর তার নিচে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর সেই তেলের উপর ধ্যানে মগ্ন বৌদ্ধ সন্ন্যাসী। তিনি নির্লিপ্তভাবে ধ্যান করে চলেছেন। একইসঙ্গে অপর এক সন্ন্যাসীকেও ধ্যানরত অবস্থায় দেখা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
এদিকে যুক্তিবাদীরা এর ব্যাখ্যাও দিয়েছেন। তারা বলছেন, তেল ঢালার আগে পাত্রে কিছু লতাপাতা এবং ওষুধ দেয়া হয়েছে। ফলে ওই ফুটন্ত তেলের তাপ অনেকটা কমে গেছে। তবে যুক্তিবাদীরা যতোই যুক্তি দেখাক কেউই ওই ভিডিওটির জালিয়াতি প্রমাণ করতে পারেননি। [ads2]
Prev Post
Next Post