সাম্প্রতিক সময়ে এমন কিছু বাদ দিচ্ছে না যা দিয়ে বিশ্ব রেকর্ড করছেনা। তাই নগ্নতাও বাদ দেয়নি পশ্চিমারা। নিজ আনন্দে নগ্ন হয়ে সাতার কাটলেন সাগরে এমন সংখ্যক মানুষ ছিল যে তাতেই হয়ে গেল বিশ্ব রেকর্ড।
সামনে হয়তো আরো ভয়ানক নিছু নিয়ে বিশ্ব রেকর্ড করবে পশ্চিমারা। লজ্জা ফেলে নিজেকে উপস্থাপনেই মনে হয় তারা বেশি আনন্দ পায়।