যে জুতা গাড়ির চাইতেও দ্রুত চলতে সাহায্য করবে (ভিডিও সহ)

0

আপনি নিজের পায়ে প্রতি ঘন্টায় ২৫ মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারেন। কি অবিশ্বাস্য লাগছে? হ্যা, আপনি অবশ্যই এটা পারবেন। আর এটা করতে আপনাকে সাহায্য করবে বায়োনিক বুট (Bionic boot)।

সান ফ্রানসিস্কোর, কেয়াহি সেইমউর (Keahi Seymour) নামের এক ব্যাক্তি এই জুতা আবিষ্কার করেন। তিনি প্রথমে একটি প্রোটোটাইপ গ্যাজেট তৈরি করেন। প্রোটোটাইপ গ্যাজেট আসলে এক ধরনের হাতিয়ার। এটাকে বিশেষ ধরনের জুতার সাথে সেট করে আবিষ্কার করেন নতুন ধরণের জুতা।

কেয়াহি সেইমউর বলেন, ‘এটিকে একটি সুপার গতিতে চালাতে পারবেন। ঠিক একটি গাড়ির মতো’।

সেইমউর অনেক বছর ধরেই বিভিন্ন ধরণের বুট জুতা নিয়ে গবেষণা করছিলেন এবং ইতিমধ্যেই জুতা গুলির নমুনা আরও উন্নয়ন ও বিকশিত করেছেন। কিন্তু বায়োনিক জুতা তার কাছে প্রকল্প ছিল (dream project) ছিলো এবং বহু প্রচেষ্টার পর এটা তিনি করতে পেরেছেন। তিনি এটা নিউ ইয়র্ক এর ‘ওয়াল্ড মেকার ফেয়ার’এ প্রদর্শিত করেন। বায়োনিক বুট অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবারএর সাথে ইলাস্টিক রগ ব্যবহার করে তৈরি করা হয় হয়েছে। সেইমউর, জুতার গতি বৃদ্ধি করার জন্য অনেক সময় ব্যয় করেন এবং মাঝে মাঝে দ্রুততম গাড়ি ও প্রাণীদের সাথে মোকাবিলা করেন। তাকে পৃথিবীর দ্রুত মানব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সূত্র: ওইটিফিড।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More