[ads1]আচ্ছা বলুন তো, ৬০ সেকেন্ডের মধ্যে আপনি কতজনের সঙ্গে কোলাকুলি করতে পারবেন? কেউ বলবেন পাঁচজন, কেউ হয়তো বলবেন বড়জোর দশজন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ভারতের এক ব্যক্তি এক মিনিটে ৭৯ জনের সঙ্গে আলিঙ্গন করে গিনেজ বুকে নাম অন্তর্ভুক্ত করেছেন। ভারতের ওই ব্যক্তির নাম কৃষ্ণা কুমার। তিনি হায়দ্রাবাদের এলবি নগরের রক টাউন এলাকার বাসিন্দা। এক মিনিটে সবচেয়ে বেশি বার আলিঙ্গন করা সর্বশেষ রেকর্ডটি তার। ৫ মে তিনি এই রেকর্ড গড়েন। তার এই কৃতিত্ব গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ স্বীকৃতি দিয়েছে। গিনেজ বুক কর্তৃপক্ষ কৃষ্ণার কৃত্বিত্বের চমৎকার ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেছেন। ভিডিওটিতে দেখা যায়, কুমার আলিঙ্গন করা জন্য হাত প্রসারিত করে রেখেছেন। এরপর সারিবদ্ধভাবে শিশু থেকে বিভিন্ন বয়সের লোকজন তাকে একের পর এক আলিঙ্গন করে যাচ্ছে। পুরো প্রক্রিয়াটি কুমার অত্যন্ত দ্রুততার সঙ্গে করেন। আলিঙ্গনে অংশগ্রহণকারী প্রত্যেকেই বিষয়টি বেশ উপভোগ করেছে।
সূত্র: বিজনেস ইনসাইডার। [ads2]