ফসলহানিসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে গঙ্গা নামের একটি পবিত্র গরুর সাথে বিয়ে দেয়া হয়েছে প্রকাশ নামের একটি ষাঁড়ের। পাঁচ হাজার গ্রামবাসীর উপস্থিতিতে হওয়া এই বিয়েতে খরচ হয়েছে ১০ লাখ রুপিরও বেশি (১০ হাজার পাউন্ড)।. গ্রামবাসীই এই খরচ যোগান দিয়েছে।
এই বিয়ের আয়োজন করেন গঙ্গার অভিভাবক গোপাল পাটোয়ারি। তিনি বলেছেন, আশপাশের এলাকায় শিলাবৃষ্টি ও প্রবল বর্ষণে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। এ থেকে রক্ষা পেতে সাধুবাবাদের উপদেশে বিয়েটির আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে, এতে করে আমাদের গ্রাম শান্তিতে থাকবে।’
গত ১৪ এপ্রিল বিয়েটি হয়। ঐতিহ্যবাহী ভারতীয় প্রথা পুরোপুরি অনুসরণ করা হয় বিয়েতে।
গঙ্গাকে লাল শাড়ি, অলংকার, মেহদি ও ফুল দিয়ে সাজানো হয়। আর প্রকাশকে পরানো হয় শেরওয়ানি, কমলা পাগড়ি। এক সাধুবাবা ধর্মীয় অনুষ্ঠানের আঞ্জাম দেন। হলদি, গণেশ পূজা, মণ্ডপ, ফেরাসহ সবকিছুই ছিল অনুষ্ঠানে। এমনকি গরু দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পবিত্র অগ্নিতে সাতটি পাঁকও দেয়। পাটোয়ারি বলেন, আমরা আশা করছি, প্রকাশ ও গঙ্গা স্বামী ও স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করবে। সূত্র : ডেইডি মেইল