চীনা সাবমেরিন ঠেকাতে ভারত সাবমেরিন হান্টার কিনতে যাচ্ছে বলে ভারতীয় মিডিয়ায় বলা হয়েছে।
খবরে বলা হয়, গোপনে মাঝেমধ্যেই ভারত মহাসাগরে ঢুকে পড়ছে চীনা সাবমেরিন। ভারতীয় সেনার নজর এড়িয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে এসব সাবমেরিন। সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনার গোপন তথ্য। চীনা সেনার এই অনধিকার প্রবেশ রুখতে এবার কোমর বেঁধে নামল ভারত। ভারতের পানিসীমার মধ্যে চীনা ডুবোজাহাজের গোপন প্রবেশ ঠেকাতে ভারতের অস্ত্র সাবমেরিন হান্টার্স। এই বিশেষ যুদ্ধবিমান ও স্পাই ড্রোন সমুদ্রের গভীরে শত্রুপক্ষের সাবমেরিনকে চিহ্নিত করে ধ্বংস করে দেবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, আন্দামান ও নিকোবর সেনাঘাঁটি থেকে সাবমেরিন হান্টার ব্যবহার করা হবে। ভারতের হাতে বিশ্বের সবচেয়ে আধুনিক সাবমেরিন কিলার রয়েছে। সেগুলিকে কাজে লাগানোর পাশাপাশি নৌসেনা ও বিমানবাহিনী ইসরাইলি সার্চার-টু এরিয়াল ভেহিকলও ব্যবহার করবে।
২০০৯ সালের জানুয়ারিতে ২১০ কোটি মার্কিন ডলার খরচ করে ৮টি সাবমেরিন কিলার এয়ারক্রাফ্ট কিনেছিল ভারত। অত্যাধুনিক এই এয়ারক্রাফ্টের গতি ঘণ্টায় ৯০৭ কিলোমিটার। সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন সহজেই ধরে ফেলে। এবং ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।