রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিন। ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামার বিরুদ্ধে লড়া রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন পলিন। আইওয়াতে একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে পলিন বলেন, আপনারা কী ট্রাম্পকে ভোট দিতে প্রস্তুত আছেন? উল্লেখ্য, সারা পলিন রাজনৈতিক জীবন থেকে অবসর নিয়ে এখন মিডিয়াতে নিজের ক্যারিয়ার গড়েছেন। তারপরেও রক্ষণশীল রাজনীতিতে তিনি বেশ প্রভাবশালী মুখ।
ট্রাম্পকে সমর্থন দেয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে দিয়ে আইএসের পশ্চাৎদেশে লাথি দেবে। আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। ট্রাম্প আমেরিকাকে আবারো মহান করে তুলতে পারবে। নিউইয়র্ক ভিত্তিক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প একটি বিবৃতিতে বলেন, পলিনের সমর্থন পাওয়ায় তিনি গর্বিত।