ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুন হয়েছেন! এক নগ্ন নারীবাদী নারী ছুরি দিয়ে আঘাত করে তাকে খুন করেছেন। তবে সেটা আসল পুতিন নয়, মোমের পুতিন। ডি-ডে উপলক্ষে পুতিন ফ্রান্স পৌঁছলে প্যারিসের মোমের জাদুঘরে রাখা পুতিনের মূর্তিতে ছুকিাঘাত করে তা ভেঙে দেয়া হয়। ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের নারীবাদীরা প্রতিবাদের অংশ হিসেবেই এমন কাজ করেন। জানা গেছে, উর্ধাঙ্গ নগ্ন এক প্রতিবাদকারী নারী মিউজিয়ামে ঢুকে পুতিনের মোমের মূর্তিতে ছুরি দিয়ে আঘাত করে তা ভেঙে গুঁড়িয়ে দেন। পুতিনের হত্যাকারী ওই নগ্ন নারীর বুকে লেখা ছিল, পুতিন ইজ এ ডিটেক্টর। এ ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে। পুতিনের মূর্তির পাশেই ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, স্পেনের রাজা জোয়ান কার্লোসের মূর্তি। অবশ্য সেগুলোর কোনো ক্ষতি হয়নি।
পুতিন বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছেন ডি-ডের ৭০তম আসরে অংশ নেয়ার জন্য। পৃথিবীর প্রভাবশালী নেতারাও সেখানে উপস্থিত হন। ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ভূমিকা নিয়ে যখন তর্ক-বিতর্ক চলছে, ঠিক সে সময়েই ফ্রান্স সফর করায় নারীবাদীদের প্রতিকী আক্রমনের শিকার হলেন পুতিন। রাশিয়ায় মাথা গোঁজার ঠাই খুঁজতে এসে নানাভাবে যৌন হেনস্থার শিকার হচ্ছেন ইউক্রেনের নারীরা।