বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তার মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইন পরিবর্তনের দাবি জানিয়ে এ কথা বলছে সংগঠনটি। বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাদিয়া এসব দাবি করেন।ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রবীণ তোগাদিয়া আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব দ্রুত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন।
এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তান থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করলে তাদের শরণার্থী হিসেবে ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রবীণ তোগাদিয়া।
এবং যত দ্রুত সম্ভব তাদের ভারতের নাগরিকত্ব দেয়ারও দাবিও জানিয়েছেন তিনি।