গত দুই দিনে কমপক্ষে ৩৫ হাজার নতুন সিরিয় শরণার্থী আশ্রয় নিয়েছে তুরস্ক সীমান্তে। শুক্রবার সিরিয়ার আলেপ্পো শহরে আকস্মিক ভাবে বেড়ে যাওয়া রুশ বিমান হামলায় আতঙ্কিত হয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে আসা এসব শরণার্থীদের সীমান্তের বাইরে সিরিয় ভূমিতেই দেখভালের পরিকল্পনা গ্রহণ করেছে তুরস্ক সরকার।
সরকারি বেসরকারি আর্থিক সহায়তায় আশ্রয়প্রার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে তুরস্কের সীমান্তবর্তী কিলিস জেলা প্রশাসন। বিরুপ আবহাওয়ায় হাজার হাজার সিরিয় নাগরিককে জরুরী স্বাস্থ্য সেবাসহ প্রয়োজনী পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে ততধিক তুর্কি ত্রাণসংস্থা।
তুরস্কে প্রবেশের চেষ্টায় থাকা এই বিপুল সংখ্যক শরনার্থীদের তুরস্কের ভূখণ্ডে এখনই নেয়া হবে না বলে জানিয়েছেন কিলিস জেলা প্রশাসক সুলেইমান তেপসিজ। ‘তুরস্কের দরজা শরনার্থীদের জন্য কখনই বন্ধ ছিলো না, থাকবে না’ বলে জানিয়েছেন তিনি। ‘তবে সিরিয়া ভূখন্ডেই নিরাপদ আশ্রয় তৈরির ব্যবস্থা করে দেয়ার সক্ষমতা তুরস্কের আছে’ বলেও মন্তব্য করেছেন তেপসিজ।
Prev Post
Next Post