ঢাকা: ভারতে এবার ধর্ষণের অভিযোগ উঠলো স্বয়ং রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার ছেলে কার্তিক গৌড়ার বিরুদ্ধে। তাও আবার মডেল ও অভিনেত্রীকে ধর্ষণ। মডেল-অভিনেত্রী মৈত্রেয়ীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বেঙ্গালুরু পুলিশ কার্তিকের বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতারণার মামলা দায়ের করেছে।
অভিনেত্রী মৈত্রেয়ী তার অভিযোগপত্রে জানিয়েছেন, কার্তিক অনেক আগেই তাকে বিয়ে করেছেন। বিবাহিত হওয়া সত্বেও কার্তিক বুধবার অন্য একটি নারীকে বিয়ে করেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিকের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬, ৪২০ এবং ৪০৬ ধারায় মামলা দায়ের করেছে। খুব শিগগিরই এর তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
তবে কার্তিকের পরিবার বলছে, মৈত্রেয়ী নিজের প্রচারের জন্যই কার্তিকের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলেছে।