নেপালে ভয়বহ ভূমিকম্পের ২২ ঘণ্টা পর চার মাসের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে সে দেশের সেনাবাহিনী। ওই শিশুর নাম সোনিত আওয়াল। এ ঘটনাকে অবিশ্বাস্য হিসেবে উল্লেখ করেছে সংবাদ সংস্থা সিএনএন।
সিএনএন জানিয়েছে, শনিবার ভূমিকম্পের দিন রাজধানী কাঠমাণ্ডুর পূর্বাঞ্চলীয় বাকতাপুরের মুলধোকা এলাকায় বাবা মায়ের সঙ্গে বাড়িতেই ছিল আওয়াল। ভূমিকম্পে তাদের বাড়িটি ভেঙে গেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আওয়াল। তার বাবা শায়াম আওয়াল ছেলেকে খুঁজে বের করতে নেপালের সেনাবাহিনীর সদস্যদের ডেকে আনেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর আওয়াল যখন ছেলেকে ফিরে পাবার সমস্ত আশা ত্যাগ করেন। সেনা সদস্যরাও ঘটনাস্থল ত্যাগ করার প্রস্তূতি নেয়।
ঠিক তখনই মাটির নিচ থেকে ভেসে আসে শিশুর কান্না। সেনাসদস্যরা আবার উদ্ধার তৎপরতা শুরু করে। তারা ইট,পাথর আর লোহা লক্করের স্তূপ সরিয়ে নিচ থেকে বের করে আনে অক্ষত সোনিতকে। উদ্ধারকারীরা তাকে কোলে নিয়ে আলোর দিকে তুলে ধরতেই হঠাৎ আলোর ঝলকানিতে চোখ বন্ধ করে ফেলে ক্ষুদে সোনিত। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সম্পর্ণ সুস্থ ঘোষণা করে সেখানকার চিকিৎসকরা। দীর্ঘ ২২ ঘণ্টা ধরে মাটির নিচে ধ্বংসাবশেষে আটকা থাকলেও কোনোরকম আঘাত পায়নি এ শিশুটি। তাই উদ্ধারকারীরা তাকে ‘বিস্ময় শিশু’ হিসেবে আখ্যায়িত করেছে।
শনিবারের ওই ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষ নিহত এবং আরো প্রায় সাত হাজার আহত হয়েছে।তবে দেশটিতে মৃতেরসংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।