ঢাকা: আফগানিস্তানের হিরাত শহরে ভারতীয় কনসুলেটে শুক্রবার মধ্যরাতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
তবে ডেইলি মেইল বলছে, ওই হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় জন শিশু। এত আহত হয়েছে আরো দু ডজন।
ভারতের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানায়, হামলায় কেউ হতাহত হয়নি। কনসুলেটের সকল কর্মচারীরা নিরাপদ আছেন। হামলার পরপরই আফগান সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রবেশ করেছে। তারা গোটা এলাকা চারদিক থেকে ঘিরে রেখেছে।
এমন এক সময়ে এ ঘটনা ঘটলো যখন প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করেছিলেন। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি।