অাফগানিস্তানে ভারতীয় কনসুলেটে হামলায় নিহত ৯

0

image_92439_0ঢাকা: আফগানিস্তানের হিরাত শহরে ভারতীয় কনসুলেটে শুক্রবার মধ্যরাতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

তবে ডেইলি মেইল বলছে, ওই হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় জন শিশু। এত আহত হয়েছে আরো দু ডজন।

এনডিটিভি জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে ওই হামলা শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে তা অব্যাহত থাকে। তবে কতজন লোক ওই হামলা চালিয়েছিল সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি ভারতীয় কনসুলেটরের কর্মকর্তারা।

ভারতের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানায়, হামলায় কেউ হতাহত হয়নি। কনসুলেটের সকল কর্মচারীরা নিরাপদ আছেন। হামলার পরপরই আফগান সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রবেশ করেছে। তারা গোটা এলাকা চারদিক থেকে ঘিরে রেখেছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এমন এক সময়ে এ ঘটনা ঘটলো যখন প্রেসিডেন্ট হামিদ কারজাই ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করেছিলেন। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More