যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে রিপাবলিকান দলের টেড ক্রুজ জয়ী হয়েছেন। তিনি টেক্সাসের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচিত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শুরুতে বেশ এগিয়ে রয়েছেন মনে হলেও, ভোটের দৌড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও রয়েছেন তৃতীয় অবস্থানে। আইওয়াতে বরাবরের মতোই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা। আগামী কয়েক মাস পুরো দেশজুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে। আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া যাচ্ছে। আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।