ভারতের হরিদ্বারের প্রশাসন লাউডস্পিকার দিয়ে আজান দেওয়ার জন্য সাতটি মসজিদকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।
গত শনিবার (২০ জানুয়ারি) সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পুরান সিং রানা এই পদক্ষেপ নিয়েছেন।
নৈনিতাল হাইকোর্ট কিছু শর্তের অধীনে ও সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদের লাউডস্পিকার স্থাপনের অনুমতি দিয়েছে। খবরে বলা হয়েছে, হরিদ্বারের সাতটি মসজিদের লাউডস্পিকার স্বাভাবিকের চেয়ে বেশি জোরে বাজছিল। যার কারণে প্রতিটি মসজিদকে
৫ হাজার টাকা করে জরিমানা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য; দীর্ঘদিন ধরেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা মসজিদে লাউডস্পিকারে আজানের বিরোধীতা করে আসছিল। এছাড়াও তারা মসজিদের সামনেই লাউডস্পিকারে হনুমান চালিশা পড়ার হুমকিও দিয়েছে অজস্রবার।
সূত্র: মুসলিম মিরর