আফগানিস্তানে ড্রোন হামলায় তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে এ ড্রোন হামলা চালানো হয়েছে। অবশ্য ড্রোনটি কাদের, পাকিস্তানের সংবাদ মাধ্যমে তা উল্লেখ করা হয়নি।
পাকিস্তানি তালেবান নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন আফগান কর্মকর্তারা। পাকতিয়ার গভর্নরের মুখপাত্র একটি বেসরকারি রেডিওকে বলেন, আফগান সীমান্ত এলাকার দিকে যাওয়ার পথে তালেবান সদস্যদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করে ড্রোন। পাকাতিয়ার গোমাল জেলায় এ হামলা চালানো হয়েছে।
নিহতদের মধ্যে ১৪ জন মেহসুদ এবং চার জন আহমাদজাই ওয়াজির গোত্রের সদস্য বলে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে পাওয়া খবরে বলা হয়েছে।
Prev Post
Next Post