কংগ্রেসের চিঠির প্রেক্ষিতে অনশন ভাঙলেও আজো তা বাস্তবায়িত হয়নি বলে নিজেকে প্রতারিত মনে করছেন অহিংস আন্দোলনে আদর্শায়িত আন্না হাজারে।
৫ ডিসেম্বর পার্লামেন্ট বসেছে যখন, এ সেশনেই বিলটি অনুমোদন করে প্রশাসন সাহসিকতার পরিচয় দেবে এমনটি আশা করেন আন্না হাজারে।
পৈতৃক নিবাস মহারাষ্ট্রের রালেগান সিদ্ধি গ্রাম যাদব-বাবা মন্দিরে আবারো এ অনশন শুরু করেছেন তিনি। অন্তত ৫ হাজার গ্রামবাসী তাকে ঘিরে অবস্থান করছে।