আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদে আবারো ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। ইসরাইলি সেনা ও পুলিশের সহায়তায় এসব বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদের ভেতরে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বসতি স্থাপনকারীরা মসজিদের ভেতরে ঢোকে তবে, ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী ও সেনা সদস্যরা আল-আকসা মসজিদের ভেতরে ঢোকার ঘটনা বাড়িয়ে দিয়েছে।
এদিকে, আল-কুদস শহরের প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি বাড়িতে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সরকার। শুয়াফাত উদ্বাস্তু শিবিরের লোকজন জানিয়েছেন, তাদের পানি সরবরাহ তিনদিন ধরে বন্ধ রয়েছে। তবে, পুরোপুরি বন্ধ করে দেয়ার আগে দুই সপ্তাহ ধরে পানির সরবরাহে বিঘ্ন ঘটানো হয়। ইসরাইলের পানি সরবরাহকারী প্রতিষ্ঠান গিহোন এ খবর অস্বীকার করেছে।