ঢাকা: ইউক্রেনে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। প্রেসিডেন্ট পোরোশেঙ্কো সোমবার পার্লামেন্ট বিলুপ্ত করার ঘোষণা দেয়ার সময় বলেন, সংস্কার বাধাগ্রস্ত করছে এমন সদস্যদের সরিয়ে দিতে দেশে নতুন একটি পার্লামেন্ট এখন জরুরী হয়ে পড়েছে। আগামী ২৬শে অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। পেরোশেঙ্কো এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিলেন, যখন তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলের সংকট সমাধানের উদ্দেশ্যে মঙ্গলবার বেলারুশের রাজধানী মিনস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সাথে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
গত জুন মাসের পর দুই নেতার মধ্যে এটাই হতে যাচ্ছে প্রথম কোনও বৈঠক।