ইউরোপীয় ইউনিয়নে তুরস্ক যোগ দিলে বেরিয়ে যাবে অস্ট্রিয়া

0

Austriaঅস্ট্রিয়ার উগ্র ডানপন্থি দল ইউরোসেপ্টিক ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হোফার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি গণভোট ছাড়া তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয় তাহলে তার দেশ এ জোট থেকে বেরিয়ে যাবে।[ads1]

ইউরোপীয় জোটে তুরস্কের যোগ দেয়ার বিষয়ে নতুন আলোচনা শুরু প্রেক্ষাপটে হোফার এ কথা বললেন। হোফার বলেন, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়নের জন্য অস্ট্রিয়া ভূমিকা রাখবে কিন্তু এ জোটে তুরস্কের যোগ দেয়ার বিষয়টি মেনে নেবে না।

তিনি বলেন, “পরিস্থিতি এমন হলে অস্ট্রিয়ার জনগণের কাছে জানতে চাওয়া হবে এবং আমি নিশ্চিত তুরস্ক যোগ দিলে তারা ইইউ-তে থাকবে না।” হোফার বলেছেন, প্রকৃত ঘটনা হচ্ছে- বর্তমান ব্যবস্থাপনায় অস্ট্রিয়াকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। গণভোটের মাধ্যমে যখন ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে গেছে এবং ইউরোপে ইইউ-বিরোধী মনোভাব বাড়ছে তখন অস্ট্রিয়ার ডানপন্থি নেতা এসব কথা বললেন।

গত মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে, তুরস্ক ইউরোপে শরণার্থী যাওয়া বন্ধ করলে এ জোটের সদস্য হিসেবে গ্রহণ করার আলোচনা জোরদার করা হবে।[ads2]

সূত্রঃ পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More