ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর রামাদির কাছে জোড়া আঘাতে অন্তত ৫৮৫ জন ইরাকি সেনা ও সরকারপন্থী যোদ্ধাদের হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
মঙ্গলবার সকালে প্রথম হামলা চালানো হয় উত্তর রামাদির দশম ইরাকি সেনার প্রধান কার্যালয়ে। সেখানে বেশ কিছু আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ সেনা ও সরকারপন্থী যোদ্ধা নিহত হয়।
মঙ্গলবার বিকেলে আল-বাগদাদি শহরের সীমান্তে ইরাকি সেনাবাহিনীর ব্যারাকে বেশ কয়েকটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় আইএস। এতে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটে।
তিন সপ্তাহ আগে আনবার প্রদেশের রাজধানীর দখল আইএসের কাছ থেকে সরকারি বাহিনী উদ্ধার করলেও প্রদেশটির বিভিন্ন এলাকায় শক্ত ঘাঁটি গেড়ে বসে আছে আইএস, বিশেষ করে পূর্বাঞ্চলীয় জেলাসমূহ ও পার্শ্ববর্তী আল সিজারিয়াতে।
এদিকে বেসামরিক মানুষের প্রাণহানি কমিয়ে আনার লক্ষ্যে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে দেশটির সেনাবাহিনী। কেননা আইএসের জঙ্গিরা সাধারণ মানুষদেরকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।