ইরাকের ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন বাহিনী সুন্নিপন্থি জঙ্গিদের হাত থেকে ইরাকের সংখ্যালঘুদের রক্ষার কথা উল্লেখ করে এ হামলা শুরু করে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ইরাকের আরবিলে আইএসআইএসের কামান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সেখান থেকে জঙ্গিরা কুর্দিস্তানের যোদ্ধাদের মোকাবিলা করে থাকে।
এর আগে ইরাকের জঙ্গিদের ওপর হামলা করার অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, আরবিলে জঙ্গিদের একটি কামান লক্ষ্য করে দুটি এফ/এ-১৮ বিমান থেকে ৫০০ পাউন্ডের লেজারনিয়ন্ত্রিত বোমা ফেলা হয়েছে।
ব্রিটেন ইরাকে যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতি সমর্থন জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফেলন এই সমর্থনের কথা জানান। পাশাপাশি তিনি ইরাকে ব্রিটিশ সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দেন। তবে ব্রিটিশ বাহিনী সেখানে শরণার্থীদের জন্য বিমান থেকে খাদ্যদ্রব্য ফেলবে বলে জানান তিনি।
অন্যদিকে ইরাকী ও কুর্দি কর্মকর্তারা মার্কিন বিমান হামলাকে স্বাগত জানিয়েছেন। ইরাকের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বাবাকের জেবারি বলেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে সেখানে বড় ধরণের পরিবর্তন আনবে।