ইসরাইলি দৈনিক ইয়েদিয়থ অ্যারোনথ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যাকায় হামাসের সামরিক শাখার নেতাদের হত্যা করলেও সেটাকে হামাসের বিরুদ্ধে ইসরাইলের জয় বিবেচনা করা ঠিক হবে না। সামরিক বিশ্লেষক রন বেন-ইশাই বলেন, আল কাশেম নেতাদের বিরুদ্ধে ইসরাইলি অপারেশন হামাসের সামরিক শক্তিতে তেমন প্রভাব ফেলবে না। তবে এতে হয়তো দীর্ঘমেয়াদি যুদ্ধে কিছুটা প্রভাব ফেলবে।
তিনি বলেন, হামাস শিগগিরই নিহতদের স্থানে নতুন নেতা নিযুক্ত করবে। ফলে হামাস আগের মতোই গাজা থেকে ইসরাইলে রকেট ছুঁড়তে পারবে।
তিনি বলেন, গুপ্তহত্যা ভবিষ্যত নেতাকে আরো অভিজ্ঞ করে তুলবে। ফলে তিনি আাে কৌশলে ইসরাইলে হামলা চালাতে পারবেন।