ভারতের উত্তর প্রদেশে নির্মাণাধীন ভবন ধসে একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মুঘলছড়াই শহরে এ ঘটনা ঘটে।
রবিবার পুলিশ জানায়, ভবনটি ধসে পড়ার সময় পরিবারের সদস্যরা নিচতলায় ঘুমাচ্ছিল। পরিবারের সদস্যরা কাপড় বুননের (তাঁতী) সঙ্গে জড়িত ছিল।
খবরে বলা হয়েছে, ভবনটির আংশিক ধসে পড়ার সঙ্গে সঙ্গে তিনজন বেরিয়ে আসতে সক্ষম হন। তারা নিরাপদ রয়েছেন। পুলিশ কর্মকর্তা চান্দুলাই মুনিরাজ জানান, দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়। এ নিয়ে নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে বাড়ির মালিক মোহাম্মদ কমরুদ্দিনও রয়েছেন। এ ছাড়া ৮ বছরের কম বয়সী দুই শিশুসহ সবাই একই পরিবারের সদস্য। ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।