এক মিসড কলেই হত্যার রহস্য উদঘাটন

0

চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি ভারতের দিল্লতে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। ওইদিনেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। তবে হত্যাকারীকে ধরতে পারছিল না দেশটির পুলিশ। তবে শেষমেশ এক মিসডকলেই অভিযুক্ত অপরাধী ধরা পড়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নাংলোই এলাকার ১১ বছর বয়সী শিশুর হত্যাকাণ্ড মামলার সমাধান হয়েছে। ঘটনার দিন ওই শিশুর মায়ের ফোনে একটি মিসড কল আসে।

সেদিন বেলা ১১টা ৫০ মিনিটে ওই শিশুর মায়ের ফোনে মিসড কল আসে। এরপর তিনি যখন কল ব্যাক করেন তখন ওই নাম্বার বন্ধ দেখায়। এরপর ভুক্তভোগী শিশুর পরিবার পুলিশে যোগাযোগ করেন এবং এর ১২ দিন পর রোহিত বিনোদ নামে ২১ বছর বয়সী এক যুবককে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

মেয়ে নিখোঁজের দিনেই ওই পরিবার পুলিশে অভিযোগ করেন এবং পুলিশ তদন্ত শুরু করে এই মামলার। পুলিশ ওই মিসড কলের সূত্র ধরে পাঞ্জাব ও মধ্য প্রদেশে অভিযান চালায়। গত ২১ ফেব্রুয়ারি শেষমেশ অভিযুক্তকে জেরার সময় গ্রেপ্তার করা হয়। সেখানে ওই যুবক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এরপর ঘিবরা মোড় থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়েছে।

ওই শিশুর মা জানান, ঘটনার দিন তার মেয়ে সকাল সাড়ে সাতটা নাগাদ বের হয় এবং বাসে করে স্কুলে যায়। কিন্তু এরপর সন্ধ্যা গড়ালেও বাড়ি ফিরেনি। এরপর তারা পুলিশে অভিযোগ দায়ের করেন।

তবে অভিযুক্ত যুবক কেন অপহরণের পর ওই শিশুকে হত্যা করল তার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উৎসঃ   dainikamadershomoy
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More