ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী আগ্রাসনের ধাক্কা যেন লেগেছে ব্রিটিশ সরকারেও। ফিলিস্তিনের পক্ষে এক বিক্ষোভের সূত্র ধরে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু এই বিশাল ঢেউয়ের সূচনাটা হয়েছিল গত ৮ নভেম্বর। সেদিন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মিছিলে কেঁপে উঠেছিল লন্ডন।
এই বিক্ষোভ ছিল ইসরায়েলের আগ্রাসনের ঘোর সমর্থক সুনাক সরকারের বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলার জন্য বেশ বিব্রতকর। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, উগ্র ডানপন্থীদের পক্ষ নিয়ে সেদিনের ফিলিস্তিনিদের পক্ষে হওয়া বিক্ষোভ মিছিলকে ঠেকাতে চেয়েছিল সুনাক সরকার। এমনকি পুলিশ সেদিন ওই বিক্ষোভ ঠেকাতে মাঠে নামা উগ্র ডানদের বাধা দেওয়ায় সুয়েলা মোটেও খুশি হননি। বরং পুলিশের সমালোচনা করে বলেছিলেন তারা পক্ষপাত দেখাচ্ছে। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রীও সেদিন ফিলিস্তিনিদের পক্ষের বিক্ষোভ ঠেকাতে পুলিশকে আদেশ দিয়েছিলেন। কিন্তু লন্ডন মেট্রোপলিটান পুলিশের কমিশনার মার্ক রাওলি সুনাককে জবাবে বলেন, ‘আপনি এটা করতে পারেন না, এটা ভারত নয়।’
লন্ডন পুলিশ সেদিন এই বিক্ষোভে বাধা দেয়নি বরং উগ্র ডানদের পাল্টা বিক্ষোভ-সহিংসতা ঠেকিয়ে দেয়। সেদিনের নিরপেক্ষ ভূমিকার জন্য পুলিশের প্রশংসা করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সাধারণত পুলিশকে সরকারের সব নির্দেশ পালন করতেই দেখা যায়। ভারতে সরকারের বিরুদ্ধে যেকোনো বড় সমাবেশ পণ্ড করে দেওয়ার দায়িত্বটা পালন করে পুলিশই। হয়তো লন্ডন মেট্রোপলিটান পুলিশের কমিশনার মার্ক এদিকটাই ইঙ্গিত করেছিলেন।