যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় এক নারী যৌনকর্মীর গুলিতে এক ‘সিরিয়াল কিলার’ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
খুন হওয়া ওই ব্যক্তির নাম নিল ফলস (৪৫)।
নারী যৌনকর্মী বরাত দিয়ে মঙ্গলবার দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অনলাইনে বিজ্ঞাপন দেখে নিল ফলস তার বাড়িতে যান। দরজা খোলার সঙ্গেসঙ্গে তিনি তার অস্ত্র তাক করেন। এসময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ফলসের কাছে থাকা অস্ত্র কেড়ে নিয়ে তাকে গুলি করেন তিনি ।
স্থানীয় সংবাদমাধ্যম কেপিটিভিকে ওই নারী যৌনকর্মী জানিয়েছেন, নিল ফলস অনেকবার হাজতবাস করেছেন বলে তাকে জানিয়েছিলেন। তাই তার ধারণা, এর আগেও তিনি অনেক খুন করেছেন এবং এবার তাকে হত্যা করতে গিয়েছিল।
স্থানীয় পুলিশ জানায়, নিহত ফলসের পকেটে ‘হত্যা তালিকা’ পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায়, ওই নারী যৌনকর্মীকেও টার্গেট করেছিলেন নিল ফলস। এছাড়া তার জুতার মধ্যে ছুরি, ম্যাচ ও ময়লা ফেলার ব্যাগ পাওয়া গেছে।