কথা রাখলেন কেজরিওয়াল, দিল্লিতে অর্ধেকে বিদ্যুৎ, পানি ফ্রি

0

kezrioal_thebartaসত্তর আসনের ভারতের বিধানসভায় ৬৭টি আসন। বিরোধীরা ধুয়েমুছে সাফ। স্বাভাবিক ভাবেই প্রতিশ্রুতি পালনের একটা পাহাড়প্রমাণ চাপ রয়েছে ‘মাফলার-ম্যান’-এর উপর। কথা রাখলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিবাসীদের জন্য বিদ্যুত্‍ বিল কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিল আপ (আম আদমি পার্টি) সরকার। একই সঙ্গে ‘ডাবল ধামাকা’ হিসেবে রাজধানীর বাসিন্দারা পাচ্ছেন ২০ হাজার লিটার বিনামূল্যে।
আপ-এর নির্বাচনী প্রচারের মূল স্লোগানই ছিল ‘বিজলি আধা পানি ফ্রি’। কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লিতে আপ-এর এহেন স্লোগান নিয়ে বিরোধীদের কম কটাক্ষ করেনি বিজেপি-সহ বিরোধী দলগুলি। ক্ষমতায় এসেই বিরোধীদের মুখ বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বুধবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ঘোষণা করলেন, প্রতিমাসে পরিবারপিছু ৪০০ ইউনিট বিদ্যুতের বিল অর্ধেক নেওয়া হবে। কিন্তু যে সব পরিবার ৪০০ ইউনিটের বেশি বিদ্যুত্‍ ব্যবহার করবেন, তাদের পুরো বিল দিতে হবে। পয়লা মার্চ থেকেই এই ঘোষণা কার্যকর হয়ে যাচ্ছে।
একই সঙ্গে সিসোদিয়া জানান, পয়লা মার্চ থেকেই দিল্লিবাসীকে পরিবারপিছু প্রতিমাসে ২০ হাজার লিটার পানীয় জল বিনামূল্যে দেবে সরকার।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More