মক্কা নগরীতে ওমরাহ পালনের সময় শুক্রবার রাতে পবিত্র কাবা শরিফের কাছে পদদলিত হয়েছেন ১৮ ধর্মপ্রাণ মুসল্লি। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে।[ads1]
এ কারণেই তাদের কাউকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়নি। ঘটনাস্থলেই ফাস্ট এইড দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ছিল রামজানের শেষ জুমা বা আখেরি জুমা। এ কারণেই পবিত্র কাবা শরিফে নামাজ আদায় করতে জড়ো হয়েছিলেন প্রচুর মুসল্লি । শুক্রবার রাতে কাবার হারাম শরিফে প্রায় ২০ লাখ মানুষ এশা ও তারাবিহ আদায় করেন। এ সময় অতিরিক্ত ভিড়ের কারণে আহত হন ওই ১৮ জন। আহতরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।[ads2]
এর আগে গত বছরের সেপ্টেস্বরে হজ পালনের সময় সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭৬৯ জন হাজী নিহত এবং ৯৩৪ জন আহত হয়েছিলেন। হজের আনুষ্ঠানিকতায় মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়ে মারতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সংক্রান্ত আরো খবর জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন