ঢাকা: ভারত শাসিত কাশ্মীরে ৭০ জন বরযাত্রীবাহী একটি বাস জম্মু নদীর জলে ভেসে গেছে। স্থানীয় কর্তপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় ৩২ জনেরও বেশি মানুষের মৃতু হয়েছে।
কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা এলাকায় বৃহস্পতিবার সকালে প্রচণ্ড স্রোতের ধাক্কায় বাসটি নদীতে পড়ে যায়। সেনাবাহিনী ও স্থানীয়রা বাসটি উদ্ধার করার চেষ্টা করছে। এখন পর্যন্ত বাসটির ৬ যাত্রীকে উদ্ধার করেছে।
গত কয়কে দিন ধরে অবিশ্রান্ত বর্ষণের ফলে কাশ্মীরের বিবিন্ন এলাকায় পানি জমে। ঝিলাম নদীসহ আশপাশের বিভিন্ন হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ১০০টিরও বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ১৪ জন মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে ভূমিধসের পর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কাশ্মীরের যোগাযোগের একমাত্র সড়ক পথটিও বন্ধ করে দেয়া হয়েছে। বিবাদমান ওই এলাকাটিতে গত ২২ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা সৃষ্টি হয়েছে গত কয়েক দিনের বৃষ্টিতে। ঝিলাম নদীর পানি বিপদসীমার দেড় মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।