হামাস ও প্যালেস্টাইনি সংগ্রামী গ্রুপের সাথে ইজরায়েলের চার দিন ধরে চলা সংঘর্ষে সাধারণ লোকজন মারা গেছে প্রচুর । এতগুলো মৃত মানুষের পরে টনক নড়েছে আন্তর্জাতিক মহলে । অ্যামেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চেয়েছেন । প্যালেস্টাইনি সূত্রমতে ইজরায়েলি মিলিটারি আক্রমণে গাজায় ৯৮ জন সাধারণ মানুষ মারা গেছে । এরমধ্যে ডজন ডজন ছিল মহিলা ও শিশু !
হোয়াইট হাউস যুদ্ধবিরতি সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল বলে জানা গেছে । জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেছেন যুদ্ধবিরতি এখন আবশ্যক হয়ে পড়েছে আগের তুলনায় আরো জোরদারভাবে । রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুদ্ধবিরতি চান বলে জানান । গাজায় সংঘঠিত এ গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক মহলের এগুলো লোক দেখানো বুলি কিনা সেটাও চিন্তার বিষয় । তবে যেকোন মূল্যে এ হত্যাকাণ্ড থামা উচিৎ । বাংলাদেশী হিসেবে যেকেউ এ অন্যায়ের প্রতিবাদে সোচ্চার ।