গাজা উপত্যকায় শনিবার দু’দফা ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এ নিয়ে কয়েকদিনের ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়ালো। চিকিৎসকরা এ কথা জানান। খবর এএফপির।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা জানান, গাজার উত্তরাঞ্চলের বেইত লহিয়ায় প্রতিবন্ধী বিষয়ক দাতব্য সমিতি কার্যালয়ে বিমান হামলায় দু’জন নিহত হয়। এছাড়া গাজা সিটির পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দফা বিমান হামলায় অপর তিনজন প্রাণ হারায়