গাজার পুলিশ সদরদফতরে ইসরাইলি চর সন্দেহে ১৮ জনকে হত্যা করলো হামাস। দক্ষিণ গাজায় তিন হামাস কমান্ডারকে হত্যার পর আজ শুক্রবার সকালে তাদের হত্যা করা হয়। গাজার নিরাপত্তা দফতরের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করে আল জাজিরা। রয়টার্স জানিয়েছে আজ শুক্রবার একটি মসজিদের সামনে মুসল্লীদের উপস্থিতিতে মুখোশ পরে বন্দুকধারীরা তাদের গুলি করে।
সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজার আদালতে এদের বিচার হয়েছিলো। ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলো গাজায় হামলা চালাতে তাদের ওপর নির্ভর করতো।
আল জাজিরার পশ্চিম জেরুসালেমের এক প্রতিবেদক জানান, গাজায় ইসরাইলের চর নিয়োগ নতুন কিছু নয়। এরা কখনো অর্থের বিনিময়ে প্রলুব্ধ করে। আবার কখনো ব্ল্যাক মেল ও ভয় ভীতি দেখিয়ে তথ্য পাচারে বাধ্য করে। এতেও রাজি না হলে তারা পরিবারের সদস্যদের বিপদে ফেলার হুমকি পর্যন্ত দেয়।।