গাজায় একমাত্র বিদ্যুতকেন্দ্রটি গত মাসে ইজরাইল বিমান হামলা করে ধংস করে দিয়েছে। সেখানকার মানুষ আছে অন্ধকারে। এ অবস্থায় ১৮ লাখ গাজাবাসীর সাহায্যে এগিয়ে এসেছেন তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট এরদোগান। তিনি গাজার মানুষদের পাঠাচ্ছেন একটি শক্তিশালি ভাসমান পাওয়ার প্ল্যান্ট।
বিশাল জাহাজটি পুরোটাই একটা পাওয়ার স্টেশন। ইজরাইলের হামলা থেকে রক্ষা করার জন্য পাওয়ার প্লান্টের সাথে থাকছে নৌবাহিনীর একটি বহর। সেই সাথে তুরস্ক ঘোষনা করেছে, আমাদের বিদ্যুৎকেন্দ্র বা ত্রান সংস্থার কর্মীদের ওপর হামলা করা হলে তার পাল্টা জবাব দেয়া হবে, এবং তুরস্কও যুদ্ধে জড়িয়ে পড়বে।