আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চীনের নেতৃত্বাধীন এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনেভস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) । ব্যাংকের সদস্য হিসেবে যোগ দিতে চুক্তি স্বাক্ষরের জন্য চীনের রাজধানী বেইজিংয়ে বিশ্বের ৫০টি দেশের কর্মকর্তারা একত্রিত হয়েছেন।
বিশ্বে আর্থিক মোড়ল হিসেবে বিবেচিত বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল চীন।
গত বছর অক্টোবরে ২১ সদস্য নিয়ে গঠণ করা হয় এআইআইবি। যুক্তরাজ্য, রাশিয়া জার্মানি ও দক্ষিণ কোরিয়া ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য হলেও যুক্তরাষ্ট্র ও জাপান এতে যোগ দিচ্ছে না। বরং ব্যাংকটির প্রশাসন নিয়ে প্রশ্ন তুলে তাতে যোগ না দেয়ার জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
প্রায় একশো বিলিয়ন ডলারের পুঁজি নিয়ে যাত্রা করা এআইআইবির গঠণতন্ত্রে সোমবার স্বাক্ষর করেছেন ৫০ টি দেশের কর্মকর্তারা। চলতি বছরেই আরও সাতটি দেশ এতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথমেই গঠনতন্ত্রে স্বাক্ষর করে অস্ট্রেলিয়া। এরপর একে একে অন্যান্য দেশগুলি তাতে স্বাক্ষর করে। অবকাঠামো, শক্তি ও পরিবহন খাতে বিনিয়োগের উদ্দেশে গঠিত ব্যাংকটির অধিকাংশ সদস্যই মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার দেশ।