চীনে ঘূর্ণিঝড়ে নিহত ৯৮

0

full_489974600_1466737305চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে অন্তত ৯৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮০০ জন।
বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াংসু প্রদেশের ইয়েনচেন শহরের উপকণ্ঠে এই ঘুর্ণিঝড় আঘাত হানে। একই সঙ্গে মুষলধারে বৃষ্টি ছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।[ads1]

শহরের উপকণ্ঠে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। স্থানীয় সিসিটিভি নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবারো ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকে উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে। এছাড়া খাদ্যদ্রব্য ও পানি সরবরাহ শুরু করেছে। এরইমধ্যে বেইজিং থেকে তাবু খাটানোসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More